বড় শলুয়া কলেজের জয়লাভ, আজ আনুষ্ঠানিক উদ্বোধন

- আপডেট সময় : ০৮:৫৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা দেশব্যাপী শুরু হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের ১৭টি কলেজের মধ্যে থেকে দুটি দল নিয়ে এ প্রতিযোগিতার প্রাক-বাছাই অনুষ্ঠিত হয়। গতকাল রোববার একমাত্র ম্যাচে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে মুখোমুখি হয় বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ ও সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ।
এ ম্যাচে বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ ২-০ গোলে তেঁতুল শেখ কলেজকে পরাজিত করে চূড়ান্ত (নকআউট) পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাক-বাছাই পর্বের ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন তেঁতুল শেখ কলেজের অধ্যক্ষ মারুফুল ইসলাম, বড় শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মিলন হোসেন, আবুল কাশেম, আহসান হাবীব, বিল্লাল হুসাইন, রুহুল আমিন, মাহবুবুর রহমান, মুকিজ জোয়র্দ্দার প্রমুখ। এ টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ।
এদিকে আজ বিকেল চারটায় একই মাঠে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেন জেলা ক্রীড়া অফিসার। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। উদ্বোধন ম্যাচে মুখোমুখি হবে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ।