দামুড়হুদায় স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে স্বামী জখম

- আপডেট সময় : ০৩:৩৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১০ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিশারত আলী (৬০) নামের এক বৃদ্ধ জখম হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নোতিপোতা ইউনিয়নের হোগালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বিশারত আলী হোগালডাঙ্গা গ্রামের নতুনপাড়ার খোকা শেখের ছেলে।
গতকাল রাতে হাসপতালে চিকিৎসাধীন বিশারত বলেন, ‘সন্ধ্যায় আমার স্ত্রী ফরিদা বেগম তার ভাইয়ের সঙ্গে মোবাইলে কথা বলছিলো। আমার সঙ্গে দ্বন্দ্ব থাকায় ফরিদাকে তার ভাইয়ের সঙ্গে কথা বলতে নিষেধ করেছিলাম। এরপরেও আজ সন্ধ্যায় কথা বলছিল। আমি মোবাইল কেড়ে নিলে ফরিদার সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অসর্তকতাবসত তার নখের আঁচড়ে আমি জখম হয়। পরে পরিবারের সদস্যরা আমাকে হাসপতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, ‘রাতে পরিবারের সদস্যরা বৃদ্ধ বিশারত আলীকে জরুরি বিভাগে নেয়। তার পুরুষাঙ্গে ধারালো কিছুর আঁচড়ে জখম হয়েছে। ক্ষতস্থানে ১০টি সেলাই দেওয়া হয়েছে। জরুরি বিভাগ থেকে চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়।’