চুয়াডাঙ্গায় প্রগতি লেখক সংঘের সাহিত্য আসর অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৩৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে সাহিত্য আসর ও ‘প্রগতিপত্র’র ওয়েবপেইজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দৈনিক ‘সময়ের সমীকরণ’ অফিসের মিলনায়তনে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কোরবান আলী মন্ডলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কাজল মাহমুদের সঞ্চালনায় সাহিত্য সভায় সরচিত লেখা পাঠ ও আলোচনা করেন হাবিবি জহির রায়হান, আব্দুল মান্নান ফকির, মো. রইচ উদ্দিন, পিণ্টু রহমান, রোকন রেজা, আসিফ জাহান, হেলাল বিশ্বাস, এম এ হামিদ, শওকত আলী, ইউনুস সরদার, শফিকুল ইসলাম, মুরশিদ আলম, নুরুল আলম বাকু, সাহেদ জামাল, হুমায়ুন কবীর, আনছার আলী, মো. হাফিজ উদ্দিন, খলিলুর রহমান ও অধ্যাপক আব্দুল মোহিত।
চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আব্দুল মোহিত সাহিত্য সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সাহিত্যের চর্চা এ অঞ্চলে প্রসারিত করতে পরামর্শ আলোচনা করেন তিনি। সাহিত্য সভায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাজমুল হক স্বপন আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করে সংগঠনের পত্রিকা ‘প্রগতিপত্র’র ওয়েবপেইজ উদ্বোধন করেন। উদ্বোধন বক্তৃতায় তিনি দৃষ্টিনন্দন এ ওয়েবপেইজ সম্পর্কে প্রশংসা মন্তব্যসহ উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।