আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নে কর্মী সভায় আসাদুল হক বিশ্বাস

- আপডেট সময় : ০৩:৩৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের ঘোলদাঁড়ি বাজারে তিনি গণসংযোগ ও কর্মী সভা করেন।
কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। স্বাধীনতার সুফল যেন প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারই সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার থাকায় দেশ আজ সকল ক্ষেত্রে ঈর্ষন্বীয় সাফল্য অর্জন করেছে। একমাত্র আওয়ামী লীগ সরকারই জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করে। কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা যারা এ দেশের জন্য, আওয়ামী লীগের জন্য, গণমানুষের জন্য কাজ করেন, আপনাদের সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, আমরা সকল ষড়যন্ত্রকে প্রতিহত করব।’
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এই অগ্রযাত্রাকে তরান্বিত রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়ে আসাদুল হক বিশ্বাস আরও বলেন, ‘আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এ জন্য আপনাদের দোয়া ও সমর্থন চাই। এ নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকায় হচ্ছে বড় শক্তি। তা না হলে পতন অবশ্যম্ভাবী। তবে বঙ্গবন্ধুর সৈনিকেরা ঐক্যবদ্ধ হয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে।’
খাসকররা ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আইলহাঁস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদব অ্যাড. শফিকুল ইসলাম শফি। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান, খাসকররা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, মশিউর রহমান, আমিরুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিয়ার রহমান, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিম, লিটন মোল্লা (মেম্বার), মো. টিটন (মেম্বার), আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মনিরুজ্জামান রাসেল, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আজিবার রহমান, আইলহাঁস ইডউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মনিরুজ্জামান ফেলু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বকুল, আইলহাঁস ইউনিয়ন নেতা আব্দুল হাতেম, মোমিনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন (মেম্বার), নাগদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল জোয়ার্দ্দার, নাগদাহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা ওল্টু মেম্বার, আইলহাঁস ইউনিয়নের সাবেক মেম্বার বেল্টু মিয়া, পৌর ডিগ্রি কলেজের প্রভাষক হাসিবুল ইসলাম, মোমিনপুর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসে (মেম্বার), নাগদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম ও চরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল আলিম, পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, পৌর শ্রমিক লীগের সদস্য সুজন শেখ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আকাশ মোল্লা, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রতন আলী, প্রবীণ আওয়ামী লীগ নেতা খোদাবক্স মণ্ডল, সিরাজ মন্ডল, শ্রমিক নেতা রবিউল ইসলাম, আজিজুল ম্যানেজার, মুকুল বিশ্বাস প্রমুখ।