চুয়াডাঙ্গায় জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রেসিডিয়াম সদস্য আব্দুস সবুর

- আপডেট সময় : ০৩:৩১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ৯ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদন:
‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ এ স্লোগানে চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরতলীর দৌলতদিয়াড় তাসনীম নুর কমিউনিটি সেন্টারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সবুর আসুদ।
চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সদস্যসচিব অ্যাড. রবিউল ইসলামের সঞ্চালনায় এসময় যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন খোকন, অ্যাড. মকবুল হোসেন, অ্যাড. মামুন আকতার, জেলা যুব সংহতির আহ্বায়ক বিপ্লব হোসেন, সদস্যসচিব তরিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভার প্রধান অতিথি আব্দুস সবুর আসুদ বলেন, ‘সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ ৯ বছরের শাসনামলে চুয়াডাঙ্গাসহ দেশের প্রতিটি জেলায় উন্নয়নকাজ করেছেন। হাজার হাজার ব্রিজ নির্মাণ করেছেন। বিভিন্ন সড়ক নির্মাণ করেছেন। উপজেলা পরিষদ গঠন করেছেন। আমরা গভীরভাবে স্মরণ করি তাঁর কর্ম। সারাদেশের মানুষ পল্লীবন্ধু এরশাদকে চায়। পল্লীবন্ধুর স্নেহধন্য জিএম কাদেরের হাতকে শক্তিশালী করার জন্য একত্রিত হয়েছি। চুয়াডাঙ্গা জেলা সম্মেলনে পার্টির চেয়ারম্যান উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। জাতীয় পার্টির মতো বিকল্প সরকার গঠিত হয়নি। মানুষ পরিবর্তন চায়। কিছু কিছু নেতা জনগণের কাছে যায় না। ৩২ বছর দল ক্ষমতার বাইরে রয়েছে। আজকে জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। আগামী দিনে সরকার গঠন করবে। সে জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসব। আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন, তাঁরা কাজ করবেন। বিএনপি ও আওয়ামী লীগ একই মুদ্রার এপিট-ওপিট। এ দু’দলের বিকল্প জাতীয় পার্টি। সময় নষ্ট না করে জনগণের কাছে যান। সাধারণ জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে।’