আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৩০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ৯ বার পড়া হয়েছে
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকের দায়িত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা বণিক সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দৈনিক মাথাভাঙ্গার উপজেলা প্রতিনিধি রহমান মুকুলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান প্রশান্ত বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন দৈনিক আকাশ খবর পত্রিকার আলমডাঙ্গা সংবাদদাতা ফিরোজ ইফতেখার, প্রথম বাংলা পত্রিকার আলমডাঙ্গা প্রতিনিধি আনোয়ার রশীদ সাগর, দৈনিক সমকালের আলমডাঙ্গা প্রতিনিধি তানভীর সোহেল, দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রতিনিধি শরিফুল ইসলাম রোকন, দৈনিক আকাশ খবর পত্রিকার জাহাঙ্গীর আলম, বুলবুল আহম্মেদ শিপন, দৈনিক মাথাভাঙ্গার অনিক সাইফুল, সোহেল হুদা, এখলাস উদ্দীন, সাম্প্রতিকী ডট কমের বার্তা সম্পাদক আতিকুর রহমান ফরায়েজী, সুজন ইভান, সময়ের সমীকরণ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ও আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান প্রমুখ।
সভার সভাপতি রহমান মুকুল বলেন, ‘বস্তুনিষ্ঠু ও গতিশীল সাংবাদিকতা প্রতিষ্ঠিত করতে হলে সকল সংবাদকর্মীদের একত্রে কাজ করতে হবে।’ সাংবাদিক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘এলাকায় অপ-সাংবাদিকতার কারণে মানুষ গণমাধ্যমের ওপর আস্থা হারিয়ে ফেলছে। মানুষের মাঝে সংবাদকর্মীদের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে হবে।’