ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক্সকেভেটর জব্দ

- আপডেট সময় : ০৯:২৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস:
অবৈধভাবে টপ সয়েল কাটার অভিযোগ পেয়ে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে টপ সয়েল কাটার দায়ে একটি এক্সকেভেটর জব্দ করা হয়। এদিকে, অবৈধভাবে মাটি কাটায় জমির মালিক, এক্সকেভেটরের মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া জেরিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস, এম, নুরুন্নবী, থানার অফিসার ইনচার্জ শেখ মো. সোহেল রানা, সাধুহাটি ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, সাগান্না ইউপি চেয়ারম্যান মোজাম্মল হক ও মধুহাটির ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাস উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগ উঠেছে ঝিনাইদহ জুড়ে যথেচ্ছা জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে। ঝিনাইদহ জেলায় জমির শ্রেণি পরিবর্তন যেন মহামারিতে পরিণত হয়েছে। এ নিয়ে প্রতি বছর পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কেউ কোন গুরুত্ব দেন না। মাটি ব্যবসিকরা দেদারছে মাটি কেটে কৃষি জমির টপ সয়েল বিনষ্ট করা হচ্ছে। পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করে জলাবদ্ধাতার সৃষ্টি করছে। মধুহাটি, সাগান্না, হলিধানী ও সাধুহাটি ইউনিয়নের বিভিন্ন মাঠে ফসলী জমিতে পুকুর খনন করা হচ্ছে। এতে আবাদী জমি কমে যাওয়ার পাশাপাশি পানি বের হতে না পেরে মাঠের পর মাঠ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ইতিপূর্বে বংকিরা গ্রামে জলাবদ্ধতার কারণে কৃষকদের দুর্দশা লাঘবে বিএডিসি সাড়ে ৪ কিলোমিটার খাল খনন করতে বাধ্য হয়। অনেকেই অভিযোগ করেছেন, স্থানীয় চেয়ারম্যান, পুলিশ ফাঁড়ি ও নেতাদের ইন্ধনে মাটির রমমরা ব্যবসা চলে আসছে।