আলমডাঙ্গা পৌর যুবলীগের কর্মী সভায়- নঈম জোয়ার্দ্দার

- আপডেট সময় : ০৯:২৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নির্দেশে গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আলমডাঙ্গা পৌর যুবলীগ এ কর্মী সভার আয়োজন করে। আলমডাঙ্গা পৌর যুবলীগের আহ্বায়ক আশাদুল হক ডিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে যুবলীগ ঐক্যের সঙ্গে কাজ করে যাচ্ছে। যুবলীগের নেতা-কর্মীরা বিএনপি-জামায়াতের সকল নৈরাজ্য প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়েই এগিয়ে চলবে। দেশ বিরোধী যে কোনো শক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করা হবে।’
নঈম হাসান জোয়ার্দ্দার আরও বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধ করতে চুয়াডাঙ্গায় যুবলীগের নেতা-কর্মীরা সকল সময় প্রস্তুত রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা সাধারণ জনগণকে সাথে নিয়েই এগিয়ে চলবে। দেশ বিরোধী যে কোনো শক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, সাজেদুল ইসলাম লাভলু। এসময় আরও বক্তব্য দেন পৌর যুবলীগের সদস্য রাহেন উদ্দিন, হাফিজুর রহমান হাপু। আলমডাঙ্গা পৌর যুবলীগের সদস্য আব্দুল্লাহ আল রনির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পীরুমিয়া, শেখ শাহী, যুবলীগ নেতা মাছুদুর রহমান মাসুম,পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, আশা, আলমডাঙ্গা উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান হিটু, জাহাঙ্গীর আলম, আনিস, রায়হান, সজীব, রনি, শিমুল, আকাশ।
এ ছাড়াও রনি মোল্লা, রিপন, তাপস, সালমান, বৃষ্ট, বাবু, সাইফুল, তুহিন, ইমন, তন্ময়, পারভেজ, শুভ, তপন হৃদয়, মাসুদ, রাসেল, সাদিত, রাসেল, আব্দুল, কাজল, মুন্না, রাজন, সেলিম, তারেক, হোসেন, শিমুল, সবুজ, মেহেদীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, সদস্য ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।