ঝিনাইদহ সড়কের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মুসল্লিদের মানববন্ধন

- আপডেট সময় : ১২:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সড়ক ও জনপথ মসজিদের খতিব আবুল হাসানকে অবৈধভাবে রাতের আঁধারে অপসারণ করার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাধারণ মুসল্লিরা। গতকাল বুধবার জোহরের নামাজ শেষে সাধারণ মুসল্লিরা রাস্তার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় মসজিদের নিয়মিত মুসল্লি আতিয়ার রহমান, সামছুল ইসলাম ও ইদ্রিস আলী বক্তব্য দেন।
বক্তারা বলেন, ঝিনাইদহ সড়কের নির্বাহী প্রকোশলী আনোয়ার পারভেজ মসজিদে এক ওয়াক্ত নামাজও জামায়াতের সঙ্গে পড়েন না। অথচ রাতে আঁধারে তিনি পকেট কমিটি করে মুসল্লিদের অপমান করেছেন। মুসল্লিরা আগামী শুক্রবারের মধ্যে খতিবকে সপদে বহাল ও সাধারণ মুসল্লিদের নিয়ে কমিটি গঠনের আল্টিমেটাম ঘোষণা করেন। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়। মুসল্লি আতিয়ার রহমান বলেন, ‘১৯৭৫ সাল থেকে ৪৭ বছর খতিব পদে আছেস আবুল হাসান। তিনি ছাপড়া মসজিদ থেকে আজ তিনতলা পর্যন্ত করতে পরিশ্রম ও মেধা দিয়েছেন। অথচ তাঁকে অপমান-অপদস্ত করে রাতের আঁধারে বিদায় করে দেওয়া হলো।’ মুসল্লি সামছুল ইসলাম বলেন, ‘আগামী শুক্রবারের মধ্যে ইমাম আবুল হাসানকে পুনরায় সপদে বহাল করা না হলে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’ মুসল্লি ইদ্রিস আলী বলেন, ‘কিছু স্বার্থন্বেষী বহিরাগত ব্যক্তির প্ররোচণায় মুসল্লিদের না জানিয়ে এবং পূর্বের কমিটির কোন সদস্যকে না রেখে রাতের আঁধারে নির্বাহী প্রকৌশলী যে পকেট কমিটি গঠন করেছেন, তা আমরা মানি না। এই কমিটি বাতিল করে নতুন কমিটি করতে হবে।’
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সড়ক ও জনপখ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ আনোয়ার পারভেজের মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।