সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

- আপডেট সময় : ১২:০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৭ বার পড়া হয়েছে
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। এসময় ভোটারগণ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিদ্যালয়টিতে ইঞ্জিনিয়ার তছিম উদ্দিনের প্যানেল বিজয় নিশ্চিত করেন। ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৫ জন বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- মো. আক্তারুজ্জামান। তিনি ১৩২ ভোট পেয়ে প্রথম হন। ১২৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আহসান হাবিব। আবু সাঈদ ১২৫ ভোট পেয়ে তৃতীয় ও মো. হেলাল উদ্দীন ১১৯ ভোট পেয়ে চতুর্থ হন।
উল্লেখ্য, সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ছিল ২৫৩ জন। এর মধ্যে ২৩৫ জন ভোটার ভোট দিতে পেরেছিলেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন দামুড়হুদা উপজেলার আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন সদাবরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এসআই টিপু সুলতানসহ সহকারী শিক্ষকবৃন্দ।