চুয়াডাঙ্গায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

- আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ৪ বার পড়া হয়েছে
সমীকরণ প্রতিবেদন:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ভি জে স্কুল রোডস্থ দলীয় কার্যালয়ে দুপুর ১২টায় মিলাদ শুরু হয়। মিলাদ শুরুর পূর্বে শহীদ জিয়াউর রহমানের জীবনীর ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহসভাপতি সাইফুল ইসলাম, হুমায়ুন কবির আকাশ, মীর শুভ জামান, তৌহিদুজ্জামান তৌহিদ, শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, তানভীর এনায়েত জিতু, আহাদ আলী রাজা, জমির উদ্দিন, সহসাধারণ সম্পাদক নাজমুস সাকিব, সহসাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, সহ-বৃত্তি ও ছাত্রকল্যাণ সম্পাদক রফিক হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, জীবননগর উপজেলা ছাত্রদলের সদসসচিব মোকছেদুর রহমান রিমন, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসানসহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. আবু সুফিয়ান ও জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন।