বিভাগীয় রোভার স্কাউটসে শ্রেষ্ঠ শিক্ষক মুকিত জোয়ার্দার

- আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ৪ বার পড়া হয়েছে
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা জেলার রোভার স্কাউটসে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার পর এবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর মুকিত জোয়ার্দ্দার। গতকাল শনিবার খুলনা বিভাগের সকল প্রতিষ্ঠানকে পেছনে ফেলে রোভার স্কাউটসে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার অর্জন করেছেন তিনি। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর আহ্বায়ক ও খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ শিক্ষক মুকিত জোয়ার্দারের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
মুকিত জোয়ার্দার ২০১০ সালে বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজে যোগদান করে কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্দেশে রোভার স্কাউটস দল সৃষ্টি করেন। এরপর থেকে তিনি রোভার স্কাউটস লিডার হিসেবে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ২০১৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউটস শিক্ষক নির্বাচিত হন। ২০১৮ সালে বাংলাদেশ রোভার স্কাউটস অঞ্চলের খুলনা বিভাগীয় শ্রেষ্ঠ রোভার স্কাউটস লিডার নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন শেষ করে এখন বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভার এরডিআরএসএল হিসেবে দায়িত্ব পালন করছেন।