জীবননগরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

- আপডেট সময় : ১১:৫৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ৫ বার পড়া হয়েছে
জীবননগর অফিস:
জীবননগরে পুকুরের পানিতে ডুবে সাদ হোসেন (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাজনগরপাড়ায় এ ঘটনা ঘটে। সাদ একই এলাকার দিনমজুর মো. হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় ইকরা মাদ্রাসার ছাত্র ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সাদ বন্ধুদের সঙ্গে খেলা করছিল। এ সময় তারা জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে অপরিকল্পিতভাবে কাটা পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সাদ পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে পুকুর থেকে সাদের লাশ উদ্ধার করে।
জীবননগর পৌর সভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মো. খোকন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাদের মৃত্যু হয়েছে। যদি পুকুরটা ঘেরা থাকতো, তাহলে হয়তো এ ধরনের ঘটনা ঘটতো না।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।’