ঝিনাইদহে কৃষক নেতা ইমান আলী মাস্টারের মৃত্যুবার্ষিকী পালন

- আপডেট সময় : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে জনপ্রিয় কৃষক নেতা মাস্টার ইমান আলীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়য়েছে। এ উপলক্ষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে প্রয়াত নেতার সমাধিতে পুষ্পার্ঘ্যঅর্পণ, এক মিনিট নীরবতা পালন ও শপথ পাঠ করা হয়। শপথ বাক্য পাঠ করান কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু। এরপর মল্লিকপুর বটতলায় সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঝিনাইদহ জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি তোজাম্মেল হোসেন, কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি ডা. ওলিয়ার রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আব্দুস সালাম শাহ, কালীগঞ্জের কৃষক নেতা আতিয়ার রহমান প্রমুখ। সভাটি পরিচালনা করেন মানবেন্দ্র দাস মিণ্টু। স্মরণ সভায় সারের বর্ধিতমূল্য প্রত্যাহার, ধানের ন্যায্যমূল্য প্রদান, সরাসরি কৃষকের নিকট থেকে ধান ও চাল ক্রয়, ভূমিহীন গরীব কৃষকদের রেশন এবং সকল কৃষককে কৃষি কার্ড প্রদানসহ ১২ দফা দাবিতে কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।