ইউক্রেনের একটি হাসপাতালে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

- আপডেট সময় : ০৩:৩২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৮ বার পড়া হয়েছে
বিশ্ব প্রতিবেদন:
পূর্ব ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি মেডিকেল ক্লিনিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে দুই শিশুও রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কর্তৃপক্ষ হাসপাতাল থেকে অন্যদের উদ্ধারে কাজ করেছে। খবর বিবিসি।
তিনি বলেন, এই অভিযানে প্রয়োজনীয় সব কর্তৃপক্ষ যোগ দিয়েছিল। এর আগে আঞ্চলিক গভর্নর সেরিহি লিসাক বলেন, বৃহস্পতিবার রাতে শহরে হামলা চালানো হয়। তিনি বলেন, রাতটি ছিল ভয়াবহ। এই অঞ্চলে শত্রুদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিকট আওয়াজ হয়েছিল। পরে তিনি নিশ্চিত করেন যে, আহত দুই শিশুর একজনের বয়স তিন, আরেকজনের বয়স ছয়। হামলায় বিধ্বস্ত ক্লিনিকের একটি ভিডিও পোস্ট করেছেন জেলেনস্কি। ভিডিওতে দেখা যায়, অগ্নিনির্বাপক কর্মীরা কাজ করছেন। ভবন থেকে ধোঁয়া উড়ছে। জেলেনস্কি বলেন, রুশ সন্ত্রাসীরা আরও একবার মানবিক ও সৎ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের যোদ্ধাদের অবস্থান জানান দিল। ইউক্রেনের বিভিন্ন কর্তৃপক্ষ বলছে, তারা গত রাতে রাশিয়ার ছোড়া ১৭টি ক্ষেপণাস্ত্র ও ৩১টি ড্রোন ভূপাতিত করেছে।