চুয়াডাঙ্গায় আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ফাইনালে ঘোলদাড়ী বজার মাধ্যমিক বিদ্যালয়

- আপডেট সময় : ০১:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬ ৬৪৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। দারুন খেলে ফাইনালে উঠে বাজিমাত করলো আলমডাঙ্গার ঘোলদাড়ী বজার মাধ্যমিক বিদ্যালয়। গতকাল শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার (অ:দা:)মনিমোহন সরকার, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার সহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যবৃন্দ। ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম সেমি ফাইনালে সদর উপজেলা প্রতিনিধিত্বকারী দল আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় ৩-২ গোলে দামুহুদা উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় সেমি ফাইনালে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয় দল মুখোমুখি হয় জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ফলাফল নিশ্চিত করতে নেয়া হয় ট্রাইব্রেকার পদ্ধতির সহায়তা । উভয় দলের মুহুর মুহুর আক্রমন দেখে গ্যালারীভরা দর্শকের করতালিতে স্টেডিয়াম পাড়া আন্দোলিত হওয়ার পর ট্রাইব্রেকারে প্রতিদ্বন্দ্বিতা আরো জমে ওঠে। শেষ পর্যন্ত ৩-২ গোলে ঘোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে জেলা পর্যায়ের ফাইনালে উন্নীত হয়। গোলদাড়ী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের ছন্দময় খেলা উপভোগ করার জন্য স্টেডিয়াম মাঠে হাজির হন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সাবেক সভাপতি আলহাজ্জ আ:রাজ্জাক চৌধূরী, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতালেব,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন,সহকারি প্রধান শিক্ষক মতিয়ার রহমান,কোচ আ: ওহাব, টিম ম্যানেজার জহুরুল ইসলাম চৌধূরী বেলু,সহকারি,সিরাজুল ইসলাম, রুস্তম আলী,আবুল হাশেম,মুস্তাফিজুর রহমান লিটু, খাইরুল ইসলাম, আশরাফ আলী, বাবুল আক্তার, বিদ্যালয়ের প্রাক্তন খেলোয়াড় সাংবাদিক ইসলাম রকিব, শরিফুল ইসলাম চৌধূরী, নাগদহ ইউপি সদস্য মতিয়ার রহমান ডালিম, আশাবুল হক বেল্টু,আশরাফুল আলম প্রমুখ। দারুন খেলে প্রতিযোগিতার ফাইনাল নিশিচত করায় প্রতিষ্টানের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি আ: রাজ্জাক চৌধূরী।