১০ দিন আগে কেনা যাবে ট্রেনের অগ্রিম টিকিট

- আপডেট সময় : ০১:৫৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬ ৩১১ বার পড়া হয়েছে
সমীকরণ ডেস্ক: দশ দিন আগে থেকে এখন ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। এর আগে ৫ দিন আগে অগ্রিম টিকিট সংগ্রহ করার নিয়ম ছিল। বৃহস্পতিবার সকাল থেকে নতুন নিয়মে কমলাপুর রেলওয়ে স্টেশনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সরেজমিন কমলাপুর কাউন্টার ঘুরে দেখা যায়, সব কাউন্টার থেকে অগ্রিম টিকিট তারা বিক্রি করেছেন। রেলওয়ে মহাপরিচালক আমজাদ হোসেন জানান, বর্তমানে ট্রেন সংখ্যা ও আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি তারা শুরু করেছেন। রেলওয়ে তথ্যমতে, কমলাপুর রেলস্টেশন থেকে সারাদেশে প্রতিদিন প্রায় ৭০ হাজার যাত্রী চলাচল করেন। প্রতিদিন ১৩৬টি যাত্রীবাহী ট্রেন এ স্টেশনে আসে এবং ছেড়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ আরো জানায়, তিস্তা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, সোনারবাংলা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেনের নতুন কোচ প্রতিস্থাপনের কারণে অগ্রিম টিকিট ২ সেপ্টেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। এদিন থেকে নতুন কোচসহ যাত্রা শুরু করবে ঢাকা-সিলেট রুটের পারাবত এক্সপ্রেস এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের তিস্তা, ঢাকা-দিনাজপুর রুটের দ্রুতযান ও একতা এক্সপ্রেস। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৯ আগস্ট থেকে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। প্রথম দিন বিক্রি হবে ৭ সেপ্টেম্বর যাত্রার টিকিট। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ৫ সেপ্টেম্বর থেকে। ঈদের আগের তিন দিন, অর্থাৎ ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ঈদের পর সাত দিন পাঁচ জোড়া করে বিশেষ ট্রেন চলাচল করবে। আর ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে অংশ নেয়ার সুবিধার্থে আরো দুই জোড়া বিশেষ ট্রেন চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর ঈদ ধরে টিকিট বিক্রির সূচি তৈরি করা হয়েছে। রেল মন্ত্রণালয়ের টিকিটের সময়সূচি অনুযায়ী ২৯ আগস্ট বিক্রি করা হবে ৭ সেপ্টেম্বর যাত্রার টিকিট। একইভাবে ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের ও ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবার ঈদে সারাদেশে ২ লাখ ৬০ হাজার যাত্রীর যাতায়াতের ব্যবস্থা নেয়া হয়েছে। আগেরবার ২ লাখ ৫০ হাজার যাত্রী টেনেছিল রেলওয়ে। এ ছাড়া ঈদ উপলক্ষে ১১ ও ১২ সেপ্টেম্বর (ঢাকা-কলকাতা) মৈত্রী ট্রেন চলাচল বন্ধ থাকবে। ৭ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না।