দর্শনা মোহাম্মদপুর এলাকায় মাদকের রমরমা ব্যবসা!

- আপডেট সময় : ০১:২৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬ ৩৯৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দর্শনা মোহাম্মদপুর এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলছে। মাদকের এই ব্যবসা সম্পর্কে সকলে অবহিত থাকলেও যেন কারো কিছুই করার নেই। সবাই দেখছে সবাই শুনছে আবার সবাই এড়িয়ে চলছে। এসব মাদক ব্যবসায়ীরা এত শক্তিশালী যে স্থানীয় কেউ তাদের বিরুদ্ধে কোন কথা বলতে সাহস পায় না। দর্শনা সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই মোহাম্মদপুরের ইট ভাটার পাশে বেশ কয়েকটি বাড়িতে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক পাওয়া যায়। ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মসজিদ পাড়া থেকে আজমপুর তিনরাস্তা পর্যন্ত সড়কে সকাল-দুপুর-বিকাল-সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু দ্রুতগামী মোটর সাইকেল চলাচল করে। যারা এ ধরনের মাদক সেবন ও মাদক ক্রয় করে নিয়ে যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু এলাকাবাসী জানান। দর্শনা সীমান্তের জয়নগর- ঈশ্বরচন্দ্্রপুর হয়ে মোহাম্মদপুর আসার জন্য বেশ কয়েকটি পকেট রাস্তা রয়েছে। যার কারনে খুব সহজে ও নিরাপদে মাদক ব্যাবসায়ীরা এ পকেট রাস্তাগুলোর দিয়ে নির্ভয়ে মাদকের চালান নিয়ে আসে। মোহাম্মদপুর এলাকা নিরাপদে রেখে এসব মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। দর্শনা বাসষ্ট্যান্ড ও মোহাম্মদপুর থেকে মাদকের চালান ট্রেনযোগে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে। ওই সকল মাদক ব্যবসায়ীরা ঢাকাগামী পরিবহনে করে দেশের বিভিন্ন জায়গায় এসকল মাদক পৌঁছে দেয়। এছাড়া মোহাম্মদপুর এলাকার বেশ কিছু বাড়িতে রীতিমত মাদকের জমজমাট ব্যবসা চলছে। প্রতিদিনই এসব বাড়িতে নতুন নতুন মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। এলাকার জনপ্রতিনিধিদের ধারনা এই সকল মাদক ব্যবসীয়ীদের কারনেই এলাকায় চুরি, ডাকাতি দিনদিন বেড়েই চলেছে। দাবী দর্শনা মোহাম্মদপুর এলাকা মাদকমুক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।