শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন

- আপডেট সময় : ১২:৩৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬ ৪০২ বার পড়া হয়েছে
মেহেরপুর অফিস: রাজনৈতিক ইস্যু বিবেচনায় একটি চক্র রামপাল বিদুৎ কেন্দ্র স্থাপনে বিরোধীতা করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিশেষজ্ঞ দলের জরিপের পরই সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।
বাংলাদেশে জঙ্গী সংগঠন আই.এস এর কোন অস্তিত্ব নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কারো কারো সঙ্গে আইএস এর সাথে যোগাযোগ থাকতে পারে। তবে গণজাগরণ শুরু হয়েছে তাতে এদেশে জঙ্গী ও সন্ত্রাসীদের অস্তিত্ব থাকবে না।
এদিন দুপুরে সরকারী সফরের অংশ হিসেবে তিনি মুজিবনগর কমপ্লেক্স গেষ্ট হাউসে পৌঁছান। পরে তিনি মুজিবনগর কমপ্লেক্স ও আমঝুপি নীলকুঠি পরিদর্শন করেন। পরিদর্শনকালে মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার আনিছুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।