আলমডাঙ্গায় ঝিনাইদহ র্যাব-৬ এর ঝটিকা অভিযান ৭ মাদকসেবীকে আটক : ইয়াবা ও হিরোইন উদ্ধার

- আপডেট সময় : ০৪:৪৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭ ৩৮৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রেল স্টেশনপাড়ায় সকাল সাড়ে ১০টার দিকে র্যাবের একটি চৌকশ দল আকষ্মিকভাবে অভিযান চালিয়ে ৭জন মাদকসেবীকে ইয়াবাসহ আটক করে। আটকের পর তাদেরকে নিয়ে যায় সন্ধ্যার দিকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করেছে বলে জানা গেছে। জানা যায়, আলমডাঙ্গা স্টেশনপাড়ার আফাজ উদ্দিনের ছেলে সামাদ (২৭), বাবলুর ছেলে রাজিব (২৫), কুতুব আলীর ছেলে লিটন (২৬), খোকন বাবুর ছেলে তাপস (২৪), তপু (১৬), আলাউদ্দিনের জামাই আহাদ (৩০) ও কাবাশের ছেলে বিজয় দাস (২০) কে র্যাব ক্যাম্পের সদস্যরা আকষ্মিকভাবে ঘিরে ফেলে। এসময় অনেকেই দৌড়ে পালিয়ে যেতে গেলে র্যাব তাদেরকে একে একে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২১২ পিস ইয়াবা ও ৩৬ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। এলাকাবাসীর দাবি এদের মধ্যে রাজিব একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তার সভাব চরিত্র ভালো। যেহেতু সে মাদকসেবীদের সাথে বসে আড্ডা দিচ্ছিল, সেইক্ষেত্রে তাকেও মাদকসেবীদের সাথে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।