শিক্ষা জাতীয়করণের দাবিতে চুয়াডাঙ্গায় শিক্ষক সমাবেশ

- আপডেট সময় : ০৪:৩৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০১৭ ৩১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষার মানোন্নয়নে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চাই’- এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সাহিত্য পরিষদের অ্যাসোসিয়েশন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষা জাতীয় করণসহ বেশকয়েকটি দাবিতে শিক্ষক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা। সমাবেশের মূল দাবি শিক্ষা জাতীয় করণসহ বেশকয়েকটি দাবি জানায় নেতৃবৃন্দরা।
বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্টের আহ্বায়ক মোহাম্মদ আজিজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মহসীন রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক অনুপম কুমার বড়ুয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি ঢাকা উত্তরের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ শিক্ষক সমিতি ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাকশিশ’র সাবেক সম্পাদক জাতীয় শিক্ষক কর্মচারি ফ্রন্ট চুয়াডাঙ্গা শাখার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান।
সমাবেশের মূলদাবি শিক্ষা জাতীয় করণসহ অন্যান্য দাবির মধ্যে রয়েছে অবিলম্বে শিক্ষা আইন পাশ করতে হবে, এমপিও ভূক্ত শিক্ষক কর্মচারিদের স্বয়ংক্রিয়ভাবে নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভূক্ত করে স্কেল কার্যকরের দিন থেকে বাড়ি ভাড়া, ৫ শতাংশ বর্ধিত বেতন, মেডিকেল ভাতা ও পূর্ণাঙ্গ বেতন ভাতা দরকারি শিক্ষক কর্মচারিদের অনুরুপ প্রদান করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সার্বজনীন বৈশাখী ভাতা অবিলম্বে দিতে হবে, দীর্ঘদিন ধরে অপেক্ষমান এমপিও ভূক্তির শর্ত পূরণকারী প্রতিষ্ঠান, নন এমপিও ভূক্ত প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারিদের অবিলম্বে এমপিও ভূক্তির ঘোষণা দিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, আলমডাঙ্গার হাটবোয়ালিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, জীবননগরের শিক্ষক হারুন অর রশিদ, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল জব্বার।