দর্শনা মুজিবনগর সড়কে অতিরিক্ত ওজন বোঝাই যানচলাচলে : রাস্তা ধসে ১৫ঘন্টা যান চলাচল বন্ধ

- আপডেট সময় : ০৫:১৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭ ৩২৬ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনা-মুজিবনগর সড়কে মালবাহী ট্রাক চলাচলের সময় রাস্তা ধসে প্রায় ১৫ঘন্টা যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। গত শনিবার রাত ৮টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের মেমনগর তহসিল অফিসের নিকট সড়কটি হঠাৎ ধসে যায়। এরপর থেকে দর্শনা-মুজিবনগর মহাসড়কে ভারী যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। শুধুমাত্র ভ্যান-রিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেল, নছিমন, করিমন ও পায়ে হেঁটে পথচারীরা চলাচল করেছে। কার্পাডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কোচ চলাচলে চরম সমস্যায় পড়ে। এছাড়া ট্রাক,মিনি বাস, ট্রাক্টর চলাচল প্রায় ১৫ ঘন্টা বন্ধ থাকার পর গতকাল রোববার সকাল ১০টার দিকে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা ইট ও বালি ফেলে কোনরকমে রাস্তাটি চলাচল উপযোগী করে তোলে। সড়কটির মেরামত অনেকটা দায়সারা গোছের হওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে আবারও এ সড়কটি ভেঙ্গে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে অশংকা করা হচ্ছে। মেমনগর তহসিল অফিসের নিকট সড়কের দুপাশে বড় বড় গর্ত থাকায় এ সড়কটি বিপদজনক অবস্থায় রয়েছে। এছাড়া সড়কটি ঘেষে গভীর গর্তের দেখা দিয়েছে। এ পথে আবারও মালবাহী ১০চাকা ট্রাক গেলে এ সড়কটি ধসে যেতে পারে। এছাড়া দর্শনা-মুজিবনগর সড়কের গলায়দড়ি ঘাটের সেতুটি মারাত্মক ঝুঁিকপূর্ণ অবস্থায় রয়েছে। এ সড়কে ২৫/৩০ টন মালামাল বহনকারী ট্রাক চলাচল করার কারনে এ সড়কটিও রয়েছে ঝুকির মধ্যে। অপরদিকে দর্শনা থেকে মুজিবনগর কেদারগঞ্জ পর্যন্ত এ সড়কের দু-পাশের মাটি ধসে যাওয়ায় বিভিন্ন ধরণের যানবহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে।