জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা

- আপডেট সময় : ০৫:১৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭ ৩৫১ বার পড়া হয়েছে
শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জিয়া উদ্দীন আহমেদের সভাপতিত্বে উন্নয়ন সভায় বিভিন্ন সরকারি, বে-সরকারি, আধা সরকারি দপ্তর, জন প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, বিদ্যুৎ বিভাগসহ জন প্রতিনিধিরা উপস্থিত থেকে জেলার বিগত মাসের উন্নয়ন চিত্র ও আগামী মাসের উন্নয়ন ভাবনা সম্পর্কে আলোচনা করেন। সাথে সাথে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কর্মকান্ড স্বাভাবিক রাখার ব্যাপারে আশ্বাস দেন। এসময় নবাগত জেলা প্রশাসক জিয়া উদ্দীন আহমেদ সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে তাদের অধীনস্ত দপ্তরগুলোর উন্নয়ন কার্যক্রম পর্যবেক্ষণ ও তাদের মতামত নেন। একে একে পর্যায়ক্রমে সকল দপ্তরের কর্মকর্তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়। এসময় সরকারি দপ্তরগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ