বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদ : পুলিশি বাঁধায় বিক্ষোভ মিছিল প- : তল্লাশির ঘটনাটি ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় : স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

- আপডেট সময় : ০৫:১৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭ ৩৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপি। দেশের বিভিন্নস্থানে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায় কর্মসূচি। আটক করা হয়েছে বেশ কয়েকজন নেতা-কর্মীকে। এদিকে, কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির ঘটনাকে ইতিহাসের কলংকজনক অধ্যায় বলে মন্তব্য করেন তিনি। গুলশান কার্যালয়ে তল্লাশির ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবী করেছেন বিএনপি মহাসচিব। গত শনিবার অজ্ঞাতনামা এক ব্যক্তির সাধারণ ডায়েরীর ভিত্তিতে আদালতের সার্চ ওয়ারেন্ট নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে নিষ্ফল তল্লাশি চালায় পুলিশ।
চুয়াডাঙ্গা-ঝিনাইদহসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল রোববার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের পৃথক পৃথকস্থান থেকে পৃথকভাবে এ কর্মসূচি পালন করে বিএনপির নেতৃৃবৃন্দরা। গত শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঢাকার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। বে-আইনিভাবে পুলিশের তল্লাশি, উশৃঙ্খল আচরণ, বিশৃঙ্খলা সৃষ্টি ও তা-বের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কেন্দ্র ঘোষিত কর্মসুচি হিসেবে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলা বিএনপিসহ সারাদেশে নেতাকর্মিরা এ কর্মসুচি পালন করেন।
চুয়াডাঙ্গা জেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুলিশি বাঁধার মুখে বিক্ষোভ মিছিল প- হলেও জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন নেতাকর্মিরা। চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহাজাহান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। সমাবেশে বক্তব্য রাখেন, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের, জেলা বিএনপি নেতা আরশেদ আলী কালু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ মো. রাজীব খান, পৌর বিএনপির সহ-সভাপতি ইন্তাজুর রহমান, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রসুল, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন, বেগমপুর ইউনিয়ন যুবদল সভাপতি রফিকুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন যুবদল নেতা শাহিন, ছাত্রদল নেতা আরিফুল, সাইফুল প্রমূখ।
এদিকে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানে রাজনৈতিক কার্যালয়ে বেআইনিভাবে পুলিশের তল্লাশী ও তা-বের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক আবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অজ্ঞাতনামা ডায়েরীর কারণে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে পুলিশ বেআইনি ও ন্যাক্কারজনকভাবে তা-ব চালায়। এই বেআইনি তা-বের তীব্র প্রতিবাদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি। আগামী দিনের চুয়াডাঙ্গা জেলা বিএনপির রাজপথের লড়াকু সৈনিক আগামীর নেতৃত্ব শরিফুজ্জামান শরিফের নেতৃত্বে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে আন্দোলন সংগ্রামে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানান প্রধান অতিথি। সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোকারম হোসেন, মনিরুজ্জামান লিপ্টন, হাবিবুর রহমান সাদিদ, রাশিদুল ইসলাম রাশেদ, কাদির, শহিদুল, নজরুল, সুমন পারভেজ খান, মাসুদ রানা আপেল, আবু সালেহ, ইসাহাক, আলিম, রুবেল হাসান, তুহিন, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, জেলা ছাত্রদল নেতা শাকিল আহমেদ নাইম, জেলা ছাত্রদল নেতা সাহাবুদ্দিন, মেহেবুব, অনিক আহমেদ, রোকনুজ্জামান, মাসুদ রানা, জহুরুল ইসলাম, শাহাবুল, মামুন, মান্না দেওয়ান, রফিক প্রমূখ। বিক্ষোভ সমাবেশের সার্বিক পরিচালনায় ছিলেন জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। বিক্ষোভ সমাবেশ শেষে বিশ দলীয় জোটের নেতা জাগপা, সভাপতি শফিউল ইসলাম প্রধান এর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে দুয়া করা হয়।
অপরদিকে, শহীদ আবুল কাশেম সড়কস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে নেতৃবৃন্দরা। জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলার নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুলিশি বাধায় প- হলে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন নেতৃবৃন্দরা। সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ প্রমূখ।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, পুলিশি বাঁধায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। বাঁধা পেয়ে তার দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে তল্লাশীর প্রতিবাদে জেলা বিএনপি গতকাল রোববার সকালে শহরের গীতাঞ্জলী সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। বাঁধা পেয়ে দলীয় কার্যালয়ের সামনেই প্রতিবাদ সমাবেশ করে তারা। সে সময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি আখতারুজ্জামান, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর থানা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল ইসলাম ফিরোজ, জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পাপ্পুসহ জেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা, বিএনপির গুলশান কার্যালয়ে তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।