চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোড, হকপাড়া রেল লাইন হতে তিন থাম্বা মোড় পর্যন্ত পিচ রাস্তা কাজের উদ্ধোধন করলেন জিপু চৌধুরী

- আপডেট সময় : ০৫:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭ ৩৯১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভাকে উন্নত আধুনিক করার লক্ষ্যে মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু গতকাল সকাল ৯টায় ৯ ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তার পিচ করণ কাজের উদ্ধোধন করেছেন। এসময় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩), ঞযরৎফ টৎনধহ এড়াবৎহধহপব ধহফ ওহভৎধংঃৎঁপঃঁৎব ওসঢ়ৎড়াবসবহঃ (ঝবপঃড়ৎ) চৎড়লবপঃ (টএওওচ-৩) প্রকল্পের আওতায় পৌর ঈদগা মোড় হতে উপজেলা গোডাউন হয়ে সদর হাসপাতাল রোড পর্যন্ত এবং হকপাড়া রেল লাইন হতে তিন থাম্বা মোড় হয়ে ডাঃ লতিফের বাড়ী পর্যন্ত রাস্তা পিচ করণ কাজ শুভ উদ্বোধন করেন তিনি। এসময় কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো: একরামুল হক মুক্তা, কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মুন্সি মো: রোজাউল করিম খোকন, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল কাদের, নাসরিন সুলতানা সীমা এবং সংশ্লিষ্ট কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান এসকেএন (ঝকঘ ঔড়রহঃ ঠবহঃঁৎব) জয়েন্ট ভেনঞ্চার এর লিড পার্টনার নুরুজ্জামান (জামান মিয়া) ও অত্র এলাকাবাসী উপস্থিত ছিলো। উদ্বোধন শেষে প্রকল্পের মঙ্গল কামনায় মেয়র মহান আল্লাহ নিকট দোয়া প্রার্থনা করেন মেয়র জিপু চৌধুরী।