দামুড়হুদার হাউলী ইউনিয়ন বিভাজন করে পরিপত্র জারী : হাউলী ইউনিয়ন বহাল রাখার দাবীতে দুই হাউলী গ্রামবাসী’র মানববন্ধন

- আপডেট সময় : ০৪:৪৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০১৭ ৭২৪ বার পড়া হয়েছে
দামুড়হুদা আফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৬নং হাউলী ইউনিয়ন বিভাজন ও দুই ইউনিয়নের নাম উল্লেখ করে পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে হাউলী ইউনিয়ন না থাকায় দুই হাউলী গ্রমবাসী হাউলী ইউনিয়ন বহাল রেখে ইউনিয়ন বিভাজনের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। গতকাল শুক্রবার বিকালে গ্রামবাসী হাউলী সড়কে মানববন্ধন ও হাউলী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সভা করে। হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু জানান, প্রায় ৩০হাজার ৫শ ভোটার নিয়ে গঠিত দামুড়হুদা উপজেলার ৬নং হাউলী ইউনিয়ন। সম্পতি এই ইউনিয়ন ভেঙ্গে ৩টি ইউনিয়ন করার জন্য পরিষদের পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়। ঐ সময়কার উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান হাউলী ইউনিয়ন পরিষদ দুই ভাগে বিভাজন করে নকশা প্রনয়ন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। তৎকালীন জেলা প্রশাসক সায়মা ইউনুস সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে হাউলী ইউনিয়ন বিভক্ত করে জয়রামপুর, তারানীপুর, ডুগডুগি, ছোট দুধপাতিলা, বড়দুধপাতিলা নিয়ে জয়রামপুর ইউনিয়ন ও লোকনাথপুর, কাদিপুর, গোবিন্দপুর, রুদ্রনগর, ছোট হাউলী, বড় হাউলী, নতুন বাস্তপুর, পুরাতন বাস্তপুর, রঘুনাথপুর নিয়ে রঘুনাথপুর ইউনিয়ন নামকরন করে পরিপত্র জারী করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘদিনের নামকরন হাউলী ইউনিয়নের নাম বাদ দেওয়ায় দুই হাউলী গ্রামবাসী হাউলী ইউনিয়ন বহাল রেখে ইউনিয়ন বিভাজনের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। এর আগে তারা হাউলী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সামসুজোহা সভাপতি ও শরিফুল আলমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট হাউলী ইউনিয়ন বিভাজন প্রতিরোধ কমিটি গঠন করে।