জীবননগরে ইন্টারনেট সপ্তাহের সমাপনী ঘোষনা করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

- আপডেট সময় : ০৫:০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭ ৩৫৯ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: জীবননগরে তিন দিন ব্যাপী ইন্টারনেট সপ্তাহের সমাপনী ঘোষনা করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে পাঁচটার সময় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও প্রযুক্তি বিভাগের তত্ববধানে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে স্কুল, কলেজের শিক্ষার্থীদের নিয়ে তিন ব্যাপী ইন্টারনেট সপ্তাহ পালিত হয়। গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বর্তমান সরকারের রুপকল্প ২০২১ এবং ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে তথ্য ও যোগাযোগ বিভাগের তত্ববধানে জাতীয় ইন্টারনেট সপ্তাহের সমাপনী ঘোষনা করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.সামাদ, শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর কুতুবুল আলম উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলাম।