গাছের সাথে ধাক্কায় নিহত ৩ আহত ৩০

- আপডেট সময় : ০৫:০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭ ৩৪৩ বার পড়া হয়েছে
কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে
গাছের সাথে ধাক্কায় নিহত ৩ আহত ৩০
এ্যাম্বুলেন্স চালিয়ে রোগীদের যশোর হাসপাতালে নিলেন এমপি আনার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের বৈশাখী তেল পাম্প এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা খেলে তিনজন নিহত ও কমপেক্ষ ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৭জনের অবস্থা আংশকাজনক। তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। যশোর হাসাপাতালে নেওয়ার পর আমিরুল ইসলাম ওরফে ইসলাম স্যার এবং ইব্রাহিম হোসেন নামে দুই জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক নারী মারা যায়। নিহতদের সবার বাড়ী কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার উদ্ধার কাজে অংশ নিয়ে নিজেই হাসপাতালে এ্যাম্বুলেন্স চালিয়ে গুরুতর আহত রোগীদের যশোর নিয়ে যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে কালীগঞ্জগামী শাপলা পরিবহনের (সোনালী লিখন) একটি বাস (পাবনা-বা-১১-০০৭৮) নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাইকেলকে আরোহীকে চাপা দিয়ে পাশ্ববর্তী কড়াইগাছের সাথে ধাক্কা খায়। এতে বাসে থাকা শিশু-নারী ও পুরুষসহ কমপক্ষে ৩০ জন আহত হন। স্থানীয় লোকজন ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। উদ্ধার কাজে অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তিনি নিজেই রোগীদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের এ্যাম্বুলেন্স ড্রাইভ করে রোগীদের যশোর হাসপাতালে নিয়ে যান। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএস প্রফুল্ল কুমার মজুমদার জানান, হাসপাতালে প্রায় ৩০ জনকে আনা হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। যশোরে নেওয়ার পর বিকাল পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। তবে মৃতের সংখ্য আরো বাড়তে পারে।