হাওড় অঞ্চলের দুর্গত মানুষের খাদ্যপ্রাপ্তি নিশ্চিতের লক্ষে চুয়াডাঙ্গা মেহেরপুরে খাদ্য অধিকার ক্যাম্পেইন র্যালী ও আলোচনা সভা

- আপডেট সময় : ০৪:৫৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭ ৩৩৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: হাওড় অঞ্চলের দুর্গত মানুষের খাদ্যপ্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে খাদ্য অধিকার প্রতিষ্ঠায় ‘দেশবাসী এক হও’ এই স্লোগানে সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য অধিকার আইন বাস্তবায়নের দাবীতে চুয়াডাঙ্গা মেহেরপুরে খাদ্য অধিকার ক্যাম্পেইন, গণ জমায়েত, র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণ জমায়েত শেষে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়। পরে শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি আফজালুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ কমিউনিষ্ট পাটি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জাতীয় গনফ্রন্ট চুয়াডাঙ্গা জেলা শাখার সমন্বয়ক লিটু বিশ্বাস, সদর উপজেলা লোকমোর্চর সভাপতি শহিদুল হক বিশ্বাস, খাদ্য অধিকার বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, খাদ্য অধিকার জেলা কমিটির সহ-সভাপতি সাংবাদিক মরিয়ম শেলী। আরও বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী জহির রায়হান, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ হাসান হালিম, খাদ্য অধিকার জেলা কমিটির নির্বাহী সদস্য ইলিয়াছ হোসেন, শাহীন সুলতানা মিলি, রিসোর সমন্বকারী দারুল ইসলাম, ডাক বিভাগের শ্রমিক নেতা আব্দুস সালাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশার সহ-সমন্বয়কারী আরিফুর রহমান।
আলোচনা সভায় বক্তরা বলেন, এ বছর অকাল বন্যায় হাওড় অঞ্চলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য সংগ্রহ করে ক্ষয়ক্ষতির প্রভাব ও সরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সারা দেশের বিভিন্ন স্থানে কৃষিক্ষেত্রে ক্ষয়ক্ষতি বিবেচনা করে দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি, দেশেরে উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা ও খাদ্য অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়াও আগামী পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে প্রশাসনের আশু দৃষ্টৃ কামনা করেন বক্তরা।
মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, হাওর অঞ্চলের দুর্গত মানুষের খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করনের লক্ষে মেহেরপুরে র্যালি ও আলোচনা সভা করেছে খাদ্য অধিকার বাংলাদেশ নামের একটি সংগঠন । গতকাল বৃহস্পতিবার সকালে খাদ্য অধিকার বাংলাদেশ মেহেরপুর জেলা কমিটির সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। কমিটির সাধারন সম্পাদক ও মউকের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিম, আমঝুপি ইউনিয়ন পরিষদের সদস্য আনারুল ইসলাম, শহিদুল্লাহ, কমিটির সদস্য শাহাদুল ইসলাম কানাই, আলমগীর হোসেন সহ সংগঠনটির সদস্যরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।