জামজামি ইউপি পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

- আপডেট সময় : ০৪:৫৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭ ৩৪২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ জামজামি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। গত বুধবার বিকেল ৫টায় আকস্মিক ভাবে তিনি আলমডাঙ্গা উপজেলাধীণ ১০নং জামজামি ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন। নবাগত জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাদ জাহান জামজামি ইউপি কার্য্যালয়ে এসে পৌছান। এ সময় নবাগত চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদকে উষ্ণ অভ্যার্থনা জানান হয়। ইউনিয়নবাসীর পক্ষ থেকে জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নবাগত জেলা প্রশাসক মহোদয়কে স্বাগত জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন আ-লীগ সভাপতি মোঃ দিদার আলী মালিতা, আ-লীগ নেতা সিরাজ মন্ডল, ইউপি সচিব আলমগীর হোসেন, ইউপি মেম্বর নাসিরুদ্দিন, আসমান আলী, রজন মাহমুদ, রবজেল হোসেন, বাদশা মন্ডল, ইউপি সদস্যা মোছাঃ আফরোজা খাতুন, রাজিয়া খাতুন, নয়ন তারা প্রমূখ।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ