আফগানিস্তানে রাষ্ট্রীয় গণমাধ্যমের কার্যালয়ে হামলা : নিহত ৪

- আপডেট সময় : ০৪:০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ ৪১৫ বার পড়া হয়েছে
বিশ্ব ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার কার্যালয়ে বোমা বিস্ফোরণ ও গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এতে আত্মঘাতী দুই হামলাকারীসহ চারজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে এই ঘটনা ঘটে। কোনো সশস্ত্র সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। হামলার পর কার্যালয়ে আটকা পড়েন অনেক সাংবাদিক। আফগান সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি এএফপিকে বলেন, ‘সকালে চার হামলাকারী রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) ভবনে প্রবেশ করে। তাদের দুজন বোমায় নিজেদের উড়িয়ে দিয়েছে বাকি দুজন ভবনের ভেতর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে লড়ছিল।’ ‘এখন পর্যন্ত দুই বেসামরিক নাগরিক নিহত ও ১৪ জন আহত হয়েছে’, বলেন খোগিয়ানি। স্থানীয় এক স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেন,আহত ব্যক্তিদের মধ্যে যাদের হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। আরটিএর একজন ফটোসাংবাদিক জানান, গোলাগুলি শুরুর পর পরই তিনি দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু তাঁর অনেক সহকর্মী তখনো ভবনে আটকে ছিলেন। অসমর্থিত কিছু প্রতিবেদন থেকে জানা গেছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে। হামলাস্থল জালালাবাদ আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই অঞ্চলটিতে তালেবানের অবস্থানও শক্তিশালী।