ফের প্রেমে মজলেন তারা!

- আপডেট সময় : ০৪:০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ ৪৬৪ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: হারিয়ে যাওয়া প্রেম কি ফের জেগে উঠলো! কাটরিনার সোশ্যাল পেজ ফলো করলে, এ প্রশ্ন উঠতেই পারে। নিছকই গড়পরতা একটা দিন। কিন্তু, বিশেষ একটা ছবি শেয়ার করে দিনটাকে রঙিন করে তুললেন কাটরিনা। শেয়ার করলেন ‘প্রাক্তন প্রেমিক’ সালমান খানের সঙ্গে নিজের একটি ছবি। ক্যাপশন? না! নিজে কোনও ক্যাপশন দেননি নায়িকা। যেন, ইচ্ছে মতো ক্যাপশন করে নেওয়ার অধিকার দিয়েছেন অনুরাগীদের। ইন্ডাস্ট্রির খবর, এই মুহূর্তে আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’-এর শুটিং করছেন সালমান-কাটরিনা। এই ছবিটি কি সেই সেটেরই? ক্যাপশন না দেওয়ায় সেটাও বোঝার উপায় নেই। অনেকেই ভাবছেন, শুটিং-এর অবসরে তোলা এই ছবি। আবার অনেকে মনে করছেন, পুরনো ছবি শেয়ার করেছেন কাটরিনা। ছবিটি শেয়ার করার মাত্র তিরিশ মিনিটের মধ্যেই এক লাখ লাইক পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রেম ফিরে এল কি না সে জল্পনাকে যেন আরও উস্কেই দিলেন কাটরিনা।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ