মেহেরপুরে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রধানমন্ত্রী : শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন দিবস পালন

- আপডেট সময় : ০৩:৫১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ ২৮৮ বার পড়া হয়েছে
মেহেরপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আ.লীগ, জেলা ছাত্রলীগ ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ পৃথক পৃথকভাবে মিছিল ও আলোচনা সভা মদ্যদিয়ে এই দিবস পালন করেছে। গতকাল বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর জেলা আ.লীগ আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যড. ইব্রাহিম শাহীন, আবুল কাশেম, সাংগাঠনিক সম্পাদক আয়ূব হোসেন, দপ্তর সম্পাদক মকলেছুর রহমান খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, জেলা যুব মহিলালীগের সভাপতি সামিউন বাসিরা পলি, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম প্রমূখ। সভায় জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, গতকার বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের উদ্যেগে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে সরকারি কলেজ প্রাঙ্গন থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা, সহ-সভাপতি তারিকুল ইসলাম লিখন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজিদুর রহমান সেতু, শহর ছাত্রলীগের সভাপতি আরিফ শেখ, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত ই খুদা রুবেল ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ছাত্রলীগের নেতা কর্মীরা এসময় সেখানে উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কবি নজরুল শিক্ষা মঞ্জিল স্কুল মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা সংগঠনটির সহ-সভাপতি মজিবুল হক মিলন। প্রধান অতিথি ছিলেন পৌর ৭ নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব। প্রধান বক্তা ছিলেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সদস্য ও জেলা উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক আতাউর রহমান। বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম লিখন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি তারিকুল হোসেন তারিক, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন খাতুন, বিশিষ্ট কৃষিবিদ শফিউর রহমান মিল্টন, যুবনেতা রাহিনুজ্জামান পোলেন প্রমূখ। উপস্থিত ছিলেন যুবনেতা রাজিব মাহমুদ, সেতু আহমেদ, নকিব জোয়াদ্দারসহ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতা-কর্মীরা।