মুজিবনগরে কাল বৈশাখী ঝড়ে ও শীলা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত : ৫৩ টি পরিবারে ৬০ বান টিন বিতরণ

- আপডেট সময় : ০৩:৩৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ ৩২৩ বার পড়া হয়েছে
গাংনী অফিস: উপজেলা প্রশাসন ও প্রকল্প ব্যাস্তবায়ন অফিসের উদ্যোগে কাল-বৈশাখী ঝড় ও শিলা-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের মধ্যে ৬০ বান টেউটিন ও মেরামতের জন্য নগত ১লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে মুজিবনগর উপজেলা হলরুমে উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্থ পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ওই ঢেউ টিন ও মেরামত অর্থ বিতরন করা হয়েছে। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য অধ্যপক ফরহাদ হোসেন দোদুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ঢেউটিন বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন অফিসার দিলিপ কুমার সেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ।