চুয়াডাঙ্গার সকল ইউপি চেয়ারম্যান-সচিব ও উদ্যোক্তাদের সাথে : নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

- আপডেট সময় : ০৩:৩৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ ৩৩১ বার পড়া হয়েছে
প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময়কালে নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন, সকলের সহযোগিতা পেলে আমি কাজ করতে দ্বিধাবোধ করবো না। আমি কাজ করতে পছন্দ করি। আমার মেধা ও শ্রম চুয়াডাঙ্গা বাসীর জন্য উৎসর্গ করতে চাই। গতকাল বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক। এছাড়াও জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তাবৃন্দ নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন। আয়োজিত মতবিনিময় সভায় জেলার চারটি উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ