দর্শনায় গ্যাস সিলিন্ডারে আগুন : দোকানী আহত

- আপডেট সময় : ০৩:২৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ ৩০৬ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনায় গ্যাস সিলিন্ডারে আগুন ধরে দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। দুইজনের মধ্যে সাইফুল ইসলাম নামের একজন গুরুতর আহত অবস্তায় শাপলা ক্লিনিকে বর্তি করা হয়েছে। জানাগেছে দর্শনায় কেরুজ আমতলার অদুরে সুরমা বেকারীর নিজেস্ব মার্কেটে মোহাম্মদপুরের লোকমান হোসেনের ছেলে সাইফুল ইসলামের (৪২) মাফিয়া ট্রেডার্স নামের রড, সিমেন্ট ও গ্যাস সিলিন্ডার বিক্রয়ের দোকান। বেশ কিছু দিন আগে একই দোকান থেকে একটি সিলিন্ডিার কেনে মার্কেট মালিক সাইজদ্দিন। গত কয়েকদিন ধরে গ্যাসের চুলা জালালে সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস বেরিয়ে আসছিলো। এমত অবস্তাই গতকাল সাড়ে ৪টার দিকে বাড়ির গৃহবধু দোকানদারকে ডাকে এবং দোকানদার সমস্যা সমাধান করতে গিয়ে অকশ্যিক ভাবে চুলা থেকে সিলিন্ডারের মুখে আগুন ধরে যায়। অবস্তা বেগতিক দেখে সাইফুল গ্যাসের সিলিন্ডিারটি ধরে ঘরের বাইরে ফেলে দেওয়ার সময় আগুনে ঝলসে যায়। এসময় সাইফুলকে বাচাতে গিয়ে গৃহবধুর পা আগুনে ঝলসে যায়। ঘটনাস্থল থেকে সাইফুলকে উদ্ধার করে স্থানীয় শাপলা ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।