আলমডাঙ্গা উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে : চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

- আপডেট সময় : ০৩:২১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ ৩৮৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন স্তরের গণমানুষের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হেলাল উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান, থানা অফিসার ইনচার্য মোঃ আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইসচেয়ারম্যান শামিমআরা, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দার, চেয়ারম্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম,সাধারন সম্পাদক কাওছার আহম্মদ বাবলু,প্রেসক্লাব সভাপতি জনাব শাহ আলম মন্টু ও প্রেসক্লাবের সহ- সভাপতি আতিয়ার রহমান মুকুল,যুগ্ম সাধারন সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংগাঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, রুনু খন্দকার, শরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ, উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেব, ডাঃ আব্দুল্লাহিল কিফি,কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, পঃপঃ কর্মকর্তা আব্দুস সাত্তার,স্বাস্হ প:প: কর্মকর্তা ডাঃ রওশন আরা,উপজেলা প্রকৌলী সুপ্রিয় মুখার্জি, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,নুরুল ইসলাম,আমিনুল ইসলাম রোকন,মিনহাজ উদ্দিন বিশ্বাস, দারুস সালাম, মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান রুন্নু, আব্দুল হালিম মন্ডল প্রমুখসহ সকল কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাবৃন্দ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আনোয়ার হোসেন, কর্মচারিবৃন্দ, ইউপি সচিববৃন্দ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টান পরিচালনা করেন আবু তালেব।