অতীত নিয়ে চিন্তা করার সময় নেই : শুভশ্রী

- আপডেট সময় : ০৫:৪৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০১৭ ৪৯৮ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: অতীত নিয়ে ভাবনা-চিন্তা করার সময় নেই কলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। তবে জুটি শুধু সিনেমাতেই থেমে থাকেনি। এক দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন তারা। কিন্তু শেষটা ভালো ছিল না এই জুটির। অনেক তিক্ততার মধ্য দিয়ে বিচ্ছেদ হয় তাদের। কিন্তু অতীত নিয়ে একদমই ভাবতে চান না শুভশ্রী গাঙ্গুলি। তাই সব তিক্ততা ভুলে ২০১৬ সালের শেষের দিকে’ধূমকেতু’ সিনেমায় দীর্ঘ চার বছর পর জুটি বাঁধেন দেব-শুভশ্রী। এদিকে শুভশ্রী নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। অন্যদিকে রুক্মিনির সঙ্গে প্রেম করছেন দেব। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শুভশ্রী। দীর্ঘ আলাপচারিতায় প্রসঙ্গক্রমে উঠে আসে দেব। জানতে চাওয়া হয় দেবের সঙ্গে তার সম্পর্কের কথা। জবাবে শুভশ্রী বলেন, ‘আমাদের সম্পর্ক স্বাভাবিক। তবে অতীত নিয়ে ভাবনা-চিন্তা করার সময় নেই। প্লিজ! দেব কাজ পাগল মানুষ। ও কাজ ছাড়া আর কিছু বোঝে না। দেব ‘চ্যাম্প’ সিনেমায় ভালো কাজ করেছে।’ ‘বস টু’ সিনেমায় জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শুভশ্রী। ‘বস টু’ বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। সিনেমাটি নির্মাণ করছেন ওপার বাংলার নির্মাতা বাবা যাদব। ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।