রমজানের প্রস্তুতির মাস

- আপডেট সময় : ০৫:৪৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০১৭ ৪২৭ বার পড়া হয়েছে
ধর্ম ডেস্ক: চলছে শাবান মাস। এর পরের মাসই রহমত, মাগফেরাত ও মুক্তির আধার পবিত্র রমজানুল মোবারক। এই তাৎপর্যময় মাসের আগমন সারা বিশ্বের মুসলমানদের সুদীর্ঘ এক মাসের সিয়াম সাধনার জন্য বিশেষভাবে প্রস্তুত হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। মুসলমানদের জীবনে সারা বছরের মধ্যে রমজান মাসে আল্লাহর অসীম দয়া, ক্ষমা ও পাপমুক্তির এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হয় বলেই এ পুণ্যময় মাসের গুরুত্ব ও মর্যাদা এত বেশি। এজন্য রমজান মাসের প্রস্তুতিটাও সেভাবেই নেয়া উচিত। রাসুল (সা.) রমজান মাসের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতেন এবং রজব মাসের চাঁদ দেখে মাহে রমজান প্রাপ্তির আশায় বিভোর থাকতেন। শাবান মাসকে রমজান মাসের প্রস্তুতি ও সোপান মনে করে তিনি বিশেষ দোয়া করতেন এবং অন্যদের তা শিক্ষা দিতেন। শাবান মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে সাহাবারা অধিক পরিমাণে পবিত্র কোরান তেলাওয়াত শুরু করতেন। ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত ব্যক্তিরা হিসাব-নিকাশ চূড়ান্ত করে জাকাত দেয়ার প্রস্তুতি নিতেন। প্রশাসকরা কারাবন্দি লোকদের মুক্তির উদ্যোগ গ্রহণ করতেন। রাসুল (সা.) যখন শাবান মাসে উপনীত হতেন, তখন মাহে রমজানকে স্বাগত জানানোর উদ্দেশ্যে আবেগভরে আল্লাহর দরবারে এ প্রার্থনা করতেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের রজব ও শাবান মাসের বিশেষ বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন।’ তাই মাহে রমজানের অসীম কল্যাণ ও বরকত লাভের প্রত্যাশার জন্য দৈহিক ও মানসিকভাবে ইবাদতের প্রস্তুতি গ্রহণ করা বাঞ্ছনীয়। রমজান মাস মুসলমানদের নিয়মতান্ত্রিক পানাহার, চলাফেরা, ঘুমসহ নানা ইবাদত-বন্দেগিতে আধ্যাত্মিক জীবনে নবজাগরণ সৃষ্টি করে। নবী করিম (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি পবিত্র রমজান মাস ভালোভাবে যাপন করবে, তার সব বছর ভালোভাবে যাপিত হবে।’ তিনি আরও বলেন, ‘যখন রমজান মাসের প্রথম রাত আসে, তখন একজন আহ্বানকারী আহ্বান করেন, ‘হে কল্যাণকামী, এগিয়ে যাও। হে মন্দান্বেষী, স্তব্ধ হও!’ (তিরমিজি)। সুতরাং এ পবিত্র মাসে নামাজ-রোজা পালন তথা আল্লাহর ইবাদত-বন্দেগি অর্থাৎ সেহরি, ইফতার, তারাবি, পবিত্র কোরান তেলাওয়াত, ইতিকাফ, তাহাজ্জুদ, জিকর-আজকার, তাসবিহ-তাহলিল, দোয়া-ইস্তেগফার, জাকাত-ফিতরা, দান-সদকা প্রভৃতি আদায় প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য। আর এসব পুণ্যময় কাজের জন্য একটি প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি নেয়ার সময় এখনই। এজন্য শাবান মাসকে বলা হয় রমজানের প্রস্তুতির মাস। আসুন আমরা রমজানের প্রস্তুতি শুরু করি।