ইসলামিক ফাউন্ডেশন, চুয়াডাঙ্গা’র উদ্যোগে দামুড়হুদা ও জীবননগরে : সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

- আপডেট সময় : ০৫:৪৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০১৭ ৩৬২ বার পড়া হয়েছে
ইসলামিক ফাউন্ডেশন, চুয়াডাঙ্গার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দামুড়হুদা দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা’র উপ পরিচালক এবিএম রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দর্শনা বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাও. গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদ ও জেলা ইমাম সমিতির সভাপতি মাও. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার ভিভিন্ন মসজিদের ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে ইসলামিক ফাউন্ডেশন, চুয়াডাঙ্গার উদ্যোগে গত সোমবার সকাল ১০টায় জীবননগর উপজেলা কৃষি অফিস হলরুমে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা ইসলামিক ফাউন্ডেশন, চুয়াডাঙ্গার উপ পরিচালক এবিএম রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা ও উপজেলা কৃষি অফিসার মোঃ আলী জিন্নাহ। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ১০০ ইমাম, ধর্মীয় নেতৃবৃন্দ, সমাজকর্মী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি