মহেশপুরে যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান : অস্বচ্ছল পরিবারের মাঝে ভাতা প্রদান করলেন

- আপডেট সময় : ০৫:২৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০১৭ ৩৪২ বার পড়া হয়েছে
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপু উপজেলার পৌরসভার বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ্য মহিলা ভাতা অস্বচ্ছল, প্রতিবন্ধী ভাতা প্রদানের লক্ষে, উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে, উপকারভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের বয়স্ক কার্ড ১৮ জনকে, প্রতিবন্ধী ২২ ও বিধবা কার্ড ৮ জনকে, মোট ৪৮ জনকে কার্ড প্রদান করা হয়। উপজেলার চত্বরের উক্ত যাচাই-বাছাই কার্যক্রমের অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশাফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদস্য সচিব সমাজ সেবা অফিসার মোঃ জুলফিকার আলী, সদস্য যথাক্রমে প্রকল্প কর্মকর্তা মোছাঃ মেহেরুন্নেছা, টিএইচও ডাঃ মোঃ নাসির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারি, মৎস্য অফিসার আলমঙ্গীর হোসেন প্রমূখ। যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, উপকারভোগীদের হাতে ভাতার কার্ড তুলে দেন।
নিউজটি শেয়ার করুন
- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ