আলমডাঙ্গায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং-এর শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০১:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬ ৩৪৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা আলিফ উদ্দিন রোডের আল-আমিন ট্রেডার্সে ডাচ্ বাংলা লিমিটেড এজেন্ট ব্যাংকিং-এর জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা রিজিওনাল ম্যানেজার সাখাওয়াত হোসেন। বেলগাছি ইউপি চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আমিরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, আলমডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক এসএম আশরাফুল ইসলাম, চুয়াডাঙ্গা মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং- এর সিনিয়র তমপ্লাইন্স অফিসার এবিএম মনিরুজ্জামান, সেলস্ ম্যনেজার মতিয়ার রহমান, জুনিয়র সেলস্ ম্যানেজার আব্দুস সালাম, কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার মেজবাহ উদ্দিন, বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সম্পাদক আমিরুল ইসলাম ঘেটু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মূসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগর উপ-প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইন্দ্রজিৎ দেব শর্মা, ক্রীড়া সম্পাদক মুহিদুল ইসলাম মুহিদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম অপু মোল্লা, জিল্লুল রহমান ওল্টু, ওসমান গণি বিস্কুটসহ বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।