চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসকের ব্যস্ততম দিন : বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়

- আপডেট সময় : ০৫:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ মে ২০১৭ ৩৭২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ যোগদানের পর থেকে ব্যস্ত সময় পার করছেন। প্রতিটি কর্মকান্ডের আগাম কর্মসূচী তৈরী পূর্বক সময় মত সকল সভা, সেমিনারসহ দাপ্তরিক কর্মকান্ডে অংশ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, ব্যাংকার ও স্থানীয় বিভিন্ন কর্মসূচীতে যোগদেন। আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে জেলা বিপণন মনিটরিং, ভোক্তা অধিকার ও সংরক্ষণ এবং টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টা হতে শুরু হওয়া এ সভায় অংশ নেন জেলার বিভিন্ন পর্যায়ের পাইকারী, খুচরা ও বিপণন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এদিকে, চুয়াডাঙ্গা জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লীড ব্যাংক সোনালী ব্যাংকের আয়োজনে এ সভার আহ্বান করা হয়। আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার নবাগত ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শহীদুজ্জামান, ব্যাংকার্স ফোরাম, চুয়াডাঙ্গার সভাপতি মো. মনিরুজ্জামানসহ চুয়াডাঙ্গাস্থ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও প্রতিনিধিরা। বিকাল ৪টা থেকে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার, ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাগণের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় জেলা প্রশাসক দাপ্তরিক কর্মকান্ডের সার্বিক খোজখবর নেন। সাথে সাথে চলমান বিভিন্ন কর্মকান্ডের অগ্রগতি নিয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন। আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আনজুমান আরা, সিভিল সার্জন ডা. রওশন আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মৃণাল কান্তি দে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চুয়াডাঙ্গার উপ-পরিচালক আব্দুস সালাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ.বি.এম রবিউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন প্রমূখ। বক্তব্য রাখেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারো চুয়াডাঙ্গার পরিচালক দেবব্রত ঘোষ, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।