চুয়াডাঙ্গায় এসআই জসিম ও এসআই খালিদের অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার : রাজবাড়ীর বাবু আটক

- আপডেট সময় : ০৫:৩৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭ ৪১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর থেকে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বাসের ছাদে দুইটি বেগুনের বস্তায় বিশেষ কৌশলে রাখা তিন পেটি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুর সোয়া ২টার দিকে মেহেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস শাহ ফরিদে তল্লাশী চালিয়ে ওই গাঁজা উদ্ধার করে সদর থানায় নেয় পুলিশ। এসময় বেগুনের বস্তার কোন মালিক না পাওয়ায় বাসের সুপারভাইজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে ফরিদপুর থেকে গাঁজামালিক রাজবাড়ী জেলার বাবু শেখকে আটক করে কোতয়ালি থানা পুলিশ। গতরাতেই আটককৃত বাবুকে নিয়ে ফরিদপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দীন ও এসআই ইবনে খালিদ স্ট্যালিন শহীদ হাসান চত্বরে অভিযান চালায়। সেখানে থাকা মেহেরপুর থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী যাত্রীবাহী বাস শাহ ফরিদ (ফরিদপুর -জ ১১-০০২১) পরিবহনের ছাদে উঠে সেখানে থাকা তিনটি বেগুনের বস্তা দেখে সন্দেহ হলে বস্তা তল্লাশী করে। এসময় এসআই খালিদ একটি বস্তার মুখ খুলে টেপ দিয়ে মোড়ানো একটি পুটলা দেখতে পায়। পরে আরেকটি বস্তা খুলে আরও দুইটি পুটলা উদ্ধার করে। তবে তৃতীয় বস্তা থেকে কোন কিছু পাওয়া যায়নি। পরে ওই তিনটি পেটি থেকে ৫ কেজি ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই বেগুনের বস্তার মালিকের খোঁজ করলে তাকে পাওয়া যায়নি। ওই বস্তাটি মেহেরপুর থেকে উঠানো হয়েছে, ফরিদপুর থেকে লোক এসে নামিয়ে নেবে বলে জানায় বাসের সুপারভাইজার। পরে জিজ্ঞাসাবাদের জন্য শাহ ফরিদ পরিবহনের সুপারভাইজার ইমরাসকে নিয়ে আসি। পরে বাসটিতে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে আরো তল্লাশী চালিয়ে কিছু না পেয়ে ছেঢ়ে দিলে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বাসটি ফরিদপুরে পৌছালে বাস থেকে বেগুনের বস্তা নিতে আসে এক ব্যক্তি। এসময় কাউন্টারের লোকজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নেয় এবং চুয়াডাঙ্গা সদর থানায় খবর দিলে গতরাত সাড়ে ১০টার দিকে এসআই জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদপুরে রওনা দিয়েছে। তিনি আরো বলেন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই জসিম উদ্দীন মোবাইলফোনে জানান, গাঁজামালিক বাবু শেখকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হচ্ছে। গ্রেফতারকৃত বাবু শেখ রাজবাড়ী জেলার খালিশা সোনাপুর গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে। মঙ্গলবার গ্রেফতারকৃত বাবু শেখকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হবে। গ্রেফতারকৃততে আজ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হতে পারে।