দর্শনা আনোয়ারপুর হাফিজিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সফলতা

- আপডেট সময় : ০১:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬ ৩৫০ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইমলামী ফাউন্ডেশন কৃর্তক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় দর্শনা আনোয়ারপুর হাফিজিয়া মাদ্রাসার তিন জন শিক্ষার্থী থানা ও জেলা পর্যায়ে সফলতা অর্জন করেছে। গতকাল সোমবার শোকের মাস উপলক্ষে চুয়াডাঙ্গার চার থানার বাছায়কৃত ছাত্র-ছাত্রীদের নিয়ে জেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে জেলা ইসলামী ফাউন্ডেশন। সেখানে সকল প্রতিযোগীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে (ক) বিভাগে অংশ গ্রহণকারী অত্র মাদ্রাসার ছাত্র মো. এনামুল হক। (খ) বিভাগে অংশ গ্রহণকারী ইয়াছিন আরাফাত। এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দামুড়হুদা থানা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে (ক) বিভাগে অংশ গ্রহনকারী একই মাদ্রাসার ছাত্র এনামুল হক ( খ) বিভাগে ইয়াছিন আরাফাত (গ) বিভাগে হাদী উল্লাহ। এ সফলতার জন্য এলাকার সকলের কাছে মাদ্রাসাটির সুনাম মুখে মুখে শোণা যাচ্ছে। অত্র মাদ্রাসার মুহ্তামিম হা. মাও. নিছার উদ্দীন ও হেফজ্ বিভাগের প্রধান শিক্ষক হা. মাও. বাইজিদ হুসাইন বলেন, আমরা আমাদের সাধ্যমত ছেলেদের ইসলামের সঠিক শিক্ষা দিয়ে যাচ্ছি। তাদের ভবিষ্যত জীবনের সুফল কমনা করে এবং সকল শিক্ষার্থীদের জন্য এলাকাবাসির নিকট দোয় কামনা করেছে।