দামুড়হুদায় ৪জন আড়ৎ ও মুদি দোকানীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

- আপডেট সময় : ০৪:৫১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭ ৩৩০ বার পড়া হয়েছে
দামুড়হুদা অফিস: দামুড়হুদা বাজারে চাউলের আড়ৎ ও মুদি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এর মধ্যে চাউলের আড়ৎতের ছানোয়ার হোসেনের ২হাজার ৫শত টাকা, মানিকের ১হাজার টাকা, আব্দুল ওহাবের ১হাজার টাকা ও মুদি দোকানের শাহাবুলের ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাটজাত মোড়ক ব্যবহারনা করে প্লাষ্টিক মোড়ক ব্যবহার করায় এই জরিমানা করা হয়। গতকাল সোমবার সকালে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা ও নির্বাহী ম্যাজিট্রেট এই আদালত পরিচালনা করেন। আদালত সুত্রে জানাযায়, গতকাল সোমবার সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা ও নির্বাহী ম্যাজিট্রেট দামুড়হুদা সদরের “ট”বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসময় উক্ত চাউলের আড়ৎদার ও মুদি দোকানে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাষ্টিকের মোড়ক ব্যবহার করায় তাদেরকে পন্যের পাটজাত মোড়ক বাধ্যতা মূলক ব্যবহার আইনের ২০১০এর ৪ ও ১৪ধারায় দোষী সাবস্থ্য করে এই জরিমানা করেন।