ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ও বিশ্ব নার্স দিবস পালিত

- আপডেট সময় : ০৫:৩৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০১৭ ৪৩২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ১৯৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গতকাল রোববার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। পরে কেক কেটে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ১৯৭তম জন্মদিন পালন করা হয়।
চুয়াডাঙ্গা নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে ফ্লোরেন্স নাইটিঙ্গিলের জন্মদিন উপলক্ষে রোববার সকাল ৮টার দিকে নার্সিং ইনস্টিটিউট থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে নার্সিং ইনস্টিটিউটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ আলোমতি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. রওশন আরা। বিশেষ অতিথি ছিলেন নার্সিং ইনস্ট্রাক্টর মর্জিনা খাতুন, ফরিদা ইয়াসমিন, ফিরোজা খাতুন, সামসুন্নাহার, আনোয়ারা খাতুন। আলোচনা সভার উপস্থাপনা করেন ইনস্টিটিউটের হাউজ কিপার শামিমা আক্তার। পরে সেখানে কেক কেটে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী নার্সসহ স্টাফ নার্স ও সিনিয়র স্টাফ নার্সরা অংশ নেন। সিভিল সার্জন ডা. রওশন আরা জানান, জন্মদিনটি ১২ মে উদযাপিত হওয়ার কথা ছিলো, কিন্তু ওই দিন শুক্রবার পরদিন শনিবার সরকারি ছুটি থাকার কারণে দিবসটি রোববার উদযাপন করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘লক্ষ্যমাত্রা অর্জনে নার্সের ভূমিকা অনস্বীকার্য’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে পৌর ঈদগাহ গেট থেকে একট র্যালী বের করে ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল চত্বরে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. এহসানুল কবির। গাইনি বিশেষজ্ঞ ডা. বিপুল কুমার বিশ্বাস, শিশু বিশেষজ্ঞ ডা. মৃনালকান্তি মন্ডল, ডা. তাপস কুমার সরকার, ইম্প্যাক্ট নাসিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ফ্লোরা নন্দিতা চৌধুরী, হাসপাতালের নার্সিং সুপারভাইজার স্বর্নামেরী মন্ডল, মেহেরপুর ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি আজিরন নেছা, সাংগঠনিক সম্পাদক সুশিলা মন্ডল, কোষাধ্যক্ষ রওশন আরা, দপ্তর সম্পাদক ইসমত আরাসহ হাসপাতালের নার্সরা র্যালিতে অংশ নেয়।