জীবননগরে সড়ক নির্মাণকাজে অনিয়ম চলছেই : ঠিকাদারের ভাষ্যমতে রাস্তা নির্মাণ কাজে একটু আধটু অনিয়ম হতে পারে

- আপডেট সময় : ০৫:৩৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০১৭ ৩৩৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: জীবননগর বাসষ্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে সড়ক ও জনপথ বিভাগের সড়ক উন্নয়ন ও মেরামত কাজে অনিয়ম চলছেই। এই কাজে অনিয়মের বিষয়ে বারবার অভিযোগ করার সত্ত্বেও ঠিকাদারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহন না করায় স্থানীয় এলাকাবাসী আবারও নির্মাণ কাজ বন্ধ করে দেয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান নির্মানকাজের নি¤œমানের ইট ও বালি ব্যবহার করা সত্ত্বেও অজানা কারনে সওজ বিভাগ কোন ব্যবস্থা নিচ্ছে না। সিডিউল অনুযায়ী এক সিএফটি খোয়া ও এক সিএফটি বালির মিশ্রণে নির্মান কাজ করার কথা থাকলেও সেখানে এক সিএফটি খোয়ার সাথে তিন সিএফটি বালির মিশ্রণে কাজ করায় এই কাজ স্থানীয় এলাকাবাসীসহ ব্যবসায়ীরা দফায় দফায় বন্ধ করে দেয়। বিষয়টি সড়ক বিভাগে অভিযোগ করলে সড়ক বিভাগ থেকে সিডিউল অনুযায়ী সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায় এড়িয়ে চলছে। এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত বাবলু বলেন, রাস্তার কাজ কেউ সঠিকভাবে করে না, একটু না একটু অনিয়ম থাকবেই। সে তুলনায় এই রাস্তার কাজ সঠিকভাবেই করা হচ্ছে। এখানে কোন প্রকার অনিয়ম করা হচ্ছে না। তাছাড়া এই কাজটি সঠিক হচ্ছে কি হচ্ছে না এটি সওজের কর্মকর্তা বসেই কাজটি বুঝ করে নিচ্ছেন। কাজ বন্ধ করার বিষয় জানতে চাইলে তিনি বলেন ওটা মাঝে মধ্যে হয়েই থাকে। এ ব্যাপারে সওজের কর্মকর্তা রফিকের সাথে কথা বললে তিনি বলেন, আমি যতক্ষন পর্যন্ত সেখানে ছিলাম ততক্ষন পর্যন্ত কাজে কোন অনিয়ম পাইনি। তবে এলাকাবাসীর দাবি তারা নাকি রাস্তার কাজে অনিয়ম করছে। আমি ঘটনাস্থলে এসে দেখি এলাকাবাসী রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। আমি ঠিকাদারকে বলেছি নিয়ম মাফিক খোয়া এবং বালি দিয়ে কাজ করতে হবে। তা না হলে এখানে রাস্তার কাজ করতে দেবে না। জানা গেছে সওজের এই কাজটি মেহেরপুরের এক ঠিকাদার প্রতিষ্ঠান পেয়েছিল। পরে চুয়াাঙ্গার একটি ঠিকাদার প্রতিষ্ঠান সাব কন্ট্রাক্ট নেয়। আর এর দায়িত্বে রয়েছে সোহেল নামের এক ব্যক্তি। এ বিষয়ে তার সাথে কথা বললে তিনি বলেন রাস্তার কাজে কোন অনিয়ম হচ্ছে না নিয়মনুযায়ী রাস্তার কাজ করা হচ্ছে। এদিকে মেইনষ্ট্যান্ডে এ ধরনের সড়ক সংস্কারের কাজে অনিয়ম করার কারনে অল্প দিনের মধ্যেই এ সড়কটি নষ্ট হতে পারে বলে স্থানীয় ব্যবসায়ীগণ ধারনা করছেন। তাই এলাকবাসীসহ সুশীল সমাজের সকলে দাবি করেছেন যাতে এ সড়কটি মেরামত কাজ সিডিউল অনুযায়ী করা হয়-সে জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছেন।