সরোজগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:৩১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০১৭ ৩২২ বার পড়া হয়েছে
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরে অন্যতম প্রতিষ্ঠান সরোজগঞ্জ প্রেসক্লাবের উদ্বোধনীয় অনুষ্ঠানের বিশেষ মূল্যায়ন ও মতবিনিময় সভা গত শনিবার বিকাল ৪টার দিকে সরোজগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম লিন্টুর সভাপতিত্বে উক্ত মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সত্য সততা শান্তির প্রত্যাশায় এই স্লোগানকে সামনে নিয়ে সরোজগঞ্জ প্রেসক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অবহেলিত সমাজকে আলোকিত সমাজে রুপান্তরের জন্য সাংবাদিকের কলমের দ্বারা তুলে ধরতে হবে। সুন্দর দেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। প্রেসক্লাবের সেক্রেটারি এম জেড আলম সুমন তিনি বলেন, সত্য নিষ্ঠার সাথে সকল সদস্যদের এক হয়ে কাজ করতে হবে, যাতে করে সরোজগঞ্জ প্রেসক্লাবের কোন সম্মানহানি না হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি বুলবুল আহম্মেদ শিপনসহ সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী, অর্থ বিষয়ক সম্পাদক মখলেচুর রহমান শামীম, প্রচার সম্পাদক ইকরামুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আকিমুল ইসলাম, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সমির উদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম লাবলু।