গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় চুয়াডাঙ্গার সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই

- আপডেট সময় : ০৫:১৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭ ৪৩৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: জেলার সব ধরনের সমস্যা সমাধানে চুয়াডাঙ্গাবাসীকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয়ব্যক্ত করেছেন চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি আরো বলেন, সকলের সমস্যার কথা আমি শুনেছি এবং তা লিপিবদ্ধ করেছি শিঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিমিয় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য নবাগত জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় সাংবাদিকদের উত্থাপিত বক্তব্যের জবাবে বলেন, জনগণের সুবিধা-অসুবিধা উত্তরণে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন। তাই আপনাদের সহযোগিতাও অগ্রগণ্য। গতকাল শনিবার সকাল ১০টায় জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, এনজিও, সূশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে এবং দুপুরে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, সাধারণ সম্পাদক ফাইজার চৌধুরী, সাবেক সভাপতি মাহতাব উদ্দীন, সাংবাদিক এড. তছিরুল আলম মালিক ডিউক, নাসির উদ্দিন আহমেদ, শেখ সেলিম, রাজিব হাসান কচি, রেজাউল করিম লিটন, জামান আখতার, মরিয়ম শেলী প্রমূখ।